বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

সিংড়ায় ইউপি চেয়ারম্যান চুনুর নেতৃত্বে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৩০ বার পঠিত
সিংড়ায় ইউপি চেয়ারম্যান চুনুর নেতৃত্বে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা
লিটন আহমেদ , সিংড়াঃ
 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছে নাটোরের সিংড়ার ৪নং কলম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মইনুল হক চুনু।
(১১ অক্টোবর ) সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কলম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন তিনি ।
কলম ইউনিয়নের কলম ডিগ্রি কলেজ মাঠ হইতে মোটর সাইকেল শোভাযাত্রাটি শুরু করে কলম বাজার দিয়ে সিংড়া উপজেলা চত্বর হয়ে নুরপুর বাজারে পৌঁছায়। এসময় সকল শ্রেণির মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
গণসংযোগকালে কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার লক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় নিজের এলাকার মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। নির্বাচন করে যদি আবারও এলাকায় প্রতিনিধি হতে পারি, তাহলে এলাকায় মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করবো।
তাদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবো।এছাড়া এলাকা মাদকমুক্ত ও ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
On Fri, Oct 8, 2021, 12:40 PM Liton Ali <litonbor86@gmail.com> wrote:
সিংড়ায় নতুন জীবন পেলো ১৫ টি বক
লিটন আহমেদ, সিংড়া, নাটোরঃ
নাটোরের সিংড়ায়  শুক্রবার ভোর থেকে মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের যৌথ অভিযানে উপজেলার চকলংকা ও চামারী এলাকা থেকে ১৫ টি বক উদ্ধার করা হয়েছে।  এসময় পরিবেশ কর্মী ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়।
চকলংকা বিলে স্থানীয় ইউপি সদস্য আরিফ আহমেদ ও পরিবেশ কর্মী মাহিদুল ইসলাম মানিক এর নেতৃত্বে ৫ টি পাখি অবমুক্ত করা হয়। চামারী এলাকায় অভিযানে আরো বক উদ্ধার করা হয়।
পরে ১০ টি বক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট এম এম সামিরুল ইসলামের সহযোগিতায়
উপজেলা চত্ত্বরে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী এডভোকেট সাইদুর রহমান সৈকত,  সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি  এসএম রাজু আহমেদ,  সহ সভাপতি খলিল, সাংগঠনিক সম্পাদক রবিন খান, দপ্তর সম্পাদক ও পরিবেশ কর্মী মাহিদুল ইসলাম মানিক।
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ সৈকত বলেন, চলনবিল এলাকা পাখিদের অবাধ চরন ভূমি। কিন্তু কিছু পাখি শিকারীরা পাখি মারছে।  এদের কে প্রতিহত করতে পরিবেশ কর্মীরা সজাগ রয়েছ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..