রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

বাগমারায় ইউপি নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান ডিএম সাফি ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১১০ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বাগমারায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে আউচপাড়া ইউনিয়নের নব নির্বাচিত  চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফিসহ ইউপি সদস্য মোঃ আব্দুল জব্বার ও মহিলা সংরক্ষিত সদস্য মোছাঃ মেরিনা আক্তারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ই জানুয়ারি ৮নং ওয়ার্ডের কোন্দা গ্রামের কোন্দা উচ্চবিদ্যালয় মাঠে ও ৭নং য়ার্ডে বিষ্ণুপুর গ্রামের দক্ষিণ পাড়ায় সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত ও দর্শক শ্রোতার ফুলের মালা বরণের মধ্যে দিয়ে ভালোবাসায় সিক্ত করেন নব নির্বাচিত চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফিসহ ইউপি সদস্যদের। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্বাচিত চেয়ারম্যান বলেন, হাজারোও মানুষের ভালোবাসায় দলবল নির্বিশেষে আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আরও কৃতজ্ঞ জানায় রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সহ বাগমারা  উপজেলা প্রশাসনকে। যাদের নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে তিনি গণমাধ্যম কর্মীদেরকে ও ধন্যবাদ জানান। এছাড়াও  নব নির্বাচিত চেয়ারম্যান আরও বলেন, আমি চেয়ারম্যান থাকা অবস্থা আমার  ইউনিয়ন পরিষদে কোন রকম দুর্নীতি হবে না, এবং কেউ নির্যাতিত হবে না, একটি মানুষ ও অধিকার থেকে বঞ্চিত হবে না। এইটুকু   বিশ্বাস আপনারা রাখবেন।এবং আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সঠিক পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ গোলাম রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মান্নানসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..