সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

কেশরহাট জাতীয় স্যানিটেশন মাস উদযার্পন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৮৮ বার পঠিত
কেশরহাট জাতীয় স্যানিটেশন মাস উদযার্পন
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী জেলার মােহনপুর উপজেলায় বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের ৯৯ নম্বর কেশরহাট ইউনিটের সহযােগীতায় দর্শনপাড়া গ্রামে রিয়া মহিলা সমিতির সদস্যদের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উদযাপনে “নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য-সবল বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে আলােচনা সভা ও শােভা যাত্রা করা হয়েছে। সভায় স্যানিটেশন, নিরাপদ পানি ও হাইজিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলােচনা হয়।
আলােচক ছিলেন মােহনপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাকির হােসেন, ওয়েভ ফাউন্ডেশন এরিয়া ম্যানেজার পারভেজ মাহমুদ খান। এছাড়াও আলােচনা করেন ওয়েভ ফাউন্ডেশন ইউনিট ম্যানেজার মােঃ মাজিদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব রিপন আলী। অনুষ্ঠোনে উপস্থিতি ছিলেন কমিউনিটি ভেলপমেন্ট অফিসার মােছা আয়েশা খাতুন ও দর্শনপাড়া গ্রামের সাধারণ জনগন ও ছাত্র-ছাত্রীরা।
আলােচনার শেষে সমিতির সভানেত্রির নেতৃত্বে শােভা যাত্রা করা হয়। অনুষ্ঠানটি আর্থিক ভাবে সহযােগীতা করেন ওয়াটার ডট ওআরজি, অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন রিজিওনাল ম্যানেজার বিকাশ চন্দ্র কুন্ড ও এ্যাকসেস প্রকল্পের মনিটরিং অফিসার মােঃ আক্তারুজ্জামান।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি
তাং ২৬/১০/২০২১ইংb

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..