মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

সুধী সমাবেশ থেকে জামায়াত শিবির ২০ জন নেতাকর্মী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ বার পঠিত

সুধী সমাবেশ থেকে জামায়াত শিবির ২০ জন নেতাকর্মী আটক

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার অভিভাবক সমাবেশ থেকে জামাত শিবিরের ২০ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

(১৮ জানুয়ারি)শনিবার বিকালে বেতবাড়িয়া এলাকায় জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সামাবেশ ও বার্ষিক ভোজের জন্য করা প্যান্ডেলে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় অভিভাবক সমাবেশ থেকে ২০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলীমের
দাবি এটি কোন জামাতের গোপন বৈঠক বা কোন রাজনৈতিক অনুষ্ঠান ছিলো না। তবে পুলিশ তাদের জানিয়েছেন আটকৃতরা জামাতের রাজনীতির সাথে জড়িত।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বার্ষিক ভোজের আড়ালে জামায়াত শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে বেতবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার পাশে করা প্যান্ডেলে অভিযান চালিয়ে ২০ জন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় ও রাজনৈতিক পদ যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..