বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃঃঃঃঃঃঃ
শুক্রবার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর ও নতুনবাজার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অভিযান তাদের গ্রেফতার করে র্যাব-১১ এর একটি টিম।
মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে আল-আমিন (২৭), মিজানুর রহমান মিজান (২৪) ও সজিব ভুইয়া (২০) এবং মুক্তিনগর থেকে রফিকুল ইসলাম (৩০) ও ফুল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে র্যাব-১১ এর গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সিদ্ধিরগঞ্জ থানাধীন নতুনবাজার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকান হতে চাঁদাবাজি করার সময় ওই তিন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৮২৫ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- চাঁদাবাজ চক্রটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
র্যাব জানায়, মুক্তিনগর খানকা মসজিদের দক্ষিন পাশে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় রফিকুল ইসলাম (৩০) ও ফুল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪ হাজার ৭ শ’ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা ওই সড়কে চলাচলরত পরিবহণগুলোতে চাঁদাবাজি করে আসছিল।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..