রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার কে বদলীতে অবমুক্তকরন – ইউপি নির্বাচনী বিধি নিষেধ থাকা সত্ত্বেওঃ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৪৮ বার পঠিত

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার কে বদলীতে অবমুক্তকরন – ইউপি নির্বাচনী বিধি নিষেধ থাকা সত্ত্বেওঃ

মোঃ ফেরদৌস হাসান রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলির আদেশ হয় গত ৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা ২০১০ কতিপয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি সংক্রান্ত বিধি নিষেধ বিধি ১০ এর আলোকে প্রজ্ঞাপন (তফসিল ঘোষণা)প্রকাশিত হইবার পর এবং কমিশন কর্তৃক ৪৩ এর অধীন নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হবার পর ১৫দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং উল্লেখিত কর্মকর্তাগণের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এলাকায় কর্মরত অধীনস্থ কর্মকর্তা গনকে বদলি করা যাবে না; অথচ সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরেও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদকে গত ১২ জুলাই ২০২২ তাকে তার দায়িত্ব থেকে অবমুক্ত করেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ বিষয়ে পাবনা জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা ২০১০ এর ৮৯ ধারা মোতাবেক নির্বাচন কমিশনারের আদেশ ব্যতীত তফসিল ঘোষিত নির্বাচনী এলাকার কর্মরত কোন অফিসার কে বদলি বা তার দায়িত্ব থেকে আবমুক্তকরণের সুযোগ নেই তবে জেলা প্রশাসক মহোদয় কিভাবে অবমুক্ত করলেন তা আমার জানা নেই। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর কাছে মুঠোফোনে নির্বাচনী তফসিল ঘোষণার পর উপজেলা নির্বাহী অফিসারের বদলীজনিত কারণে অবমুক্ত করা যাবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন,”তফসিল ঘোষণার পর দায়িত্ব থেকে অবমুক্ত করা যাবে কিনা তা আমার জানা নেই।” এদিকে আগামী ২৭শে জুলাই উপজেলার করমজা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব তালুকদার নুরুজ্জামান ( নির্বাচন ব্যবস্থাপনা শাখা) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ” কমিশনের পরামর্শ ব্যতীত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারকে অবমুক্ত করতে পারে না।” তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এখানে আরো উল্লেখ্য যে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বর্তমান ইউএনও কে অবমুক্ত না করার জন্য গত ৭ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ তারিখে জেলা নির্বাচন কর্মকর্তা,পাবনাকে লিখিতভাবে অনুরোধ জানান। কিন্তু এতকিছুর পরেও জেলা প্রশাসক পাবনা বর্তমান ইউএনও এস এম জামাল আহমেদকে গত ১২ জুলাই ২০২২ তারিখে অবমুক্তের আদেশ দেন। বিষয়টি নিয়ে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..