স্টাফ রিপোর্টার জামালপুর।
মহামারি করোনাভাইরাসের কারণে এক বছরের বেশি সময় ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মূল উদ্দেশ্য প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধ। কিন্তু এই মহামারির মধ্যেও বেশকিছু অসাধু প্রতিষ্ঠান কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে করোনার ঝুঁকি বেড়ে চলছে।মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে এরইমধ্যে জামালপুর পৌর এলাকায় ১৩ জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত চলছে লকডাউন। জামালপুর শহরের বকুলতলা চত্বর,ইকবালপুর,পাঁচ রাস্তার মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার খোলা রেখে ক্লাস করতে দেখা গেছে।এ সব প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে একটি ছোট্ট কক্ষে প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করাচ্ছে।শহরের বকুলতলায় প্রচেষ্টা কোচিং সেন্টার তাদের সময় পরিবর্তন করে স্বাস্থ্য বিধি না মেনে ছাত্র-ছাত্রী গাদাগাদি করে বসে চালিয়ে যাচ্ছে কোচিং ব্যবসা।এসাইনমেন্ট এর নামে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে, চলছে কোচিং ক্লাস ।তাছাড়া নিজ বাসা বা ভাড়া বাসায় চালিয়ে যাচ্ছে ক্লাস।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..