তরিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
মহানগরীর জলাবদ্ধতা নিরসনে রাসিক মেয়রের নির্দেশে মাসব্যাপী প্রাইমারি ড্রেনের কাদামাটি উত্তোলন শুরু। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে মহানগরীতে বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ড্রেনের কাঁদামাটি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে নগরীর তেরখাদিয়ায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশে^র ড্রেনের কাদামাটি অপসারণ করে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গত সপ্তাহে ভারি বৃষ্টিপাতে রাজশাহী মহানগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই জলাবদ্ধতা সমস্যা সমাধানে নগরভবনে গত সোমবার এক জরুরী সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করেন।
টারসিয়ারী বড় ড্রেনের কাঁদামাটি উত্তোলন ও অপসারণে এক্সাভেটর মেশিন ব্যবহৃত হচ্ছে। এ কার্যক্রম পরিদর্শনকালে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মোঃ সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..