রাজশাহী মহানগরীসহ জেলার ইউনিয়নে গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়।
তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
রাজশাহী মহানগরীসহ জেলার ইউনিয়নে গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। টিকা নিতে সকাল থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাড়ান তারা। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে এক এক করে টিকা গ্রহন করেন তারা। টিকা নিতে আসা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশী।
রাজশাহী নগরের অধিকাংশ কেন্দ্রে টিকার পরিমানের চেয়ে মানুষের সংখ্যা প্রায় দিগুন দেখা গেছে। অনেকে আগে থেকেই নিবন্ধন করে এসেছেন। আবার অনেকে শুধু পরিচয় পত্র নিয়ে এসেছেন। মানুষের সংখ্যা বেশী হওয়ায় টিকা না পেয়ে অনেককে ফিরে যেতে হয়েছে।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমাান আরা বেগম বলেন, রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে একযোগে সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩০০ জন করে টিকা পাবেন। আগামী ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন এ টিকা কার্যক্রম চলবে। সে পরিমান টিকা মজুদ রয়েছে বলেও জানান তিনি।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার বলেন, রাজশাহী জেলার ৭৩টি ইউনিয়নেই গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথে টিকা দেয়া হচ্ছে। প্রতিটি বুথে ৬০০ জন করে টিকা পাবেন। টিকাদানে বৃদ্ধ, প্রতিবন্ধি ও নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়ে টিকা গ্রহন করছেন বলেও জানান তিনি।