রাজশাহীর গোদাগাড়ীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক।
তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
রাজশাহীর গোদাগাড়ীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক। দিবাগত রোববার রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী পৌরসভার আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার সাত তরুণ হলেন- মো. সাগর (১৯), রুবেল হোসেন (২২), দুরুল হোসেন, দিপু ঘোষ (১৯), আজিম উদ্দিন (২৪), মাসুদ রানা (২১), মো. জুয়েল (১৯) এবং বকুল হোসেন (২১)।
সবার বাড়ি গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর মহল্লায়। র্যাব জানিয়েছে, র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পে খবর আসে ওই স্কুলটির নবম শ্রেণির ফাঁকা কক্ষে কিছু ব্যক্তি মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সাতজন র্যাবের হাতে ধরা পড়েন। এ অভিযানে একটি বড় ছুরি, দুটি চাকু, তিনটি হাসুয়া, সাতটি মোবাইল ও ১১ টি সীমকার্ড জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।