মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে বাড়ছে করোনা রোগী, আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৬৭ বার পঠিত

 

তরিকুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। আর নয়জন ভর্তি ছিলেন করোনা উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন রোগীর রিপোর্ট করোনা নেগেটিভ হলেও তার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নয়জনই রাজশাহী জেলার, চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, দু’জন নওগাঁ জেলার ও নাটোর জেলার দু’জন রয়েছেন।

জানাগেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৩১ জন ভর্তি হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের ছয়জন, নওগাঁর তিনজন ও পাবনার চারজন রয়েছেন। সব মিলিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মোট ৪৩১ জন ভর্তি রোগী আছেন। অথচ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৩৫৭টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ৩৫৭ জনকে বেড দেওয়া গেলেও বাকিরা হাসপাতালের মেঝেতে এবং ওয়ার্ডের বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

এর আগের দিন রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে ৫০১টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে গত শুক্রবার ৩৪ দশমিক ৪৯ হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৮৯ থেকে বেড়ে ১৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..