রাজশাহীতে ওবায়দুল কাদের
আমরা পালাবো না,্ প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব ।।
সোহেল রানা রাজশাহী
ব্যুরো
২৯ জানুয়ারি ২০২৩,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরছবি: ফেসবুক থেকে নেওয়া
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরব। পালাব না। কোথায় পালাব। আমরা পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কী জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব।’
আজ রোববার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
‘সরকার পালাবার পথ খুঁজে পাবে না’, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারকে পালাতে বলে। পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা? তারেক রহমান আর রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। সাত বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়। আমরা পালাতে জানি না।’
বিএনপির এখন মরণযাত্রা চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের কি মনে আছে কিছুদিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশ আর আজকের সমাবেশ—রাজশাহীবাসী ও আজকের সারা বাংলাদেশ দেখছে। বিএনপি লাল কার্ড দেখায়, ১০ ডিসেম্বর সরকারের পতন বলে, ৩০ ডিসেম্বর সরকার চলে যায়, ১১ জানুয়ারি সরকার আর নেই। কি, সরকার আছে? শেখ হাসিনা আছে? বিএনপির এখন কী? পদযাত্রা! পদযাত্রা মানেই শেষ যাত্রা। পদযাত্রা মানেই অন্তিমযাত্রা। পদযাত্রা মানেই পেছনযাত্রা। পদযাত্রা মানেই মরণযাত্রা। মরণযাত্রা শুনেছেন না? ওই মরণযাত্রা হচ্ছে এখন বিএনপির।’