রাজশাহীতে এ্যাডভোকেট আবু রায়হান মাসুদের শীতবস্ত্র বিতরণ
সোহেল রানা রাজশাহী
ব্যুরো:
শীতে করুণ অবস্থায় জীবন
অতিবাহিত করা মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্র নেতা ও এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ। গত বুধবার (১৮ জানুয়ারী) সন্ধ্যার পর হড়গ্রাম কোর্ট বাজারের কোর্ট স্টেশনে এ্যাডভোকেট আবু রায়হান মাসুদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সম্মানার্থে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানা গেছে তিনি বলেন ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ। শীতবস্ত্র হিসেবে ৫শত কম্বল শীতার্ত মানুষদের হাতে তুলে দেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ খোকন শেখ, বিশিষ্ট সমাজ সেবক। মোঃ আলী হায়দার জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানাধীন কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জীবন, এস আই ইমরান কাশিয়াডাঙগা থানা,এসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সহ অনেকে উপস্থিত ছিলেন।