বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি এইদিনে বাঙালি জাতি তার মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা।
মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত ২১শে ফেব্রুয়ারি আজ সোমবার। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন।
আজ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় মোহনপুর উপজেলার ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ে।
অত্র বিদ্যালয়ে সকাল ৭.৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম, জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পতাকা উত্তোলণ ও পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডি,এম, জিয়াউর রহমান জিয়া , সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মতিউর রহমান কাজল, শ্রী চন্দন কুমার, মোঃ জামাল হোসেন, মোঃ আব্দুল মালেক, মোঃ লুতফর রহমান, মোঃ সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি ।