মেহেরপুরের গাংনীতে ব্জ্রপাতে একজনের মৃত্যু..
মেহেরপুর থেকে এস এম সাগর আহমেদ
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের মুন্সি পাড়ায় একজনের মৃত্যু।
মাঠে কৃষি কাজ করার সময় আনুমানিক দুপুর ১২:৩০ টার দিকে বজ্রপাত ঘটে। বজ্রপাতে মো জাহাঙ্গীর আলম (৩৬) এবং তার সাথে ছিলেন মো:হাউস হোসেন (৩৭)। স্থানীয়রা খবর পেয়ে তারা দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।হাসপাতাল কতৃপক্ষ মো:জাহাঙ্গীর আলম মৃত ঘোষনা করেন।জাহাঙ্গীর আলম বিবাহীত সুত্রে তার স্ত্রী ২ ছেলে এবং একটি মেয়ে আছে। উপর দিকে তার সাথে থাকা মো:হাউস হোসেন চিকিৎসারত অবস্তথায় আছে।