মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি: জামালপুরে মেলান্দহে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস নানান কর্মসূচী মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর ২০২২ সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে একত্রিশ তোপধ্বনি এবং সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি কাজ শুরু হয়।
সকাল ৭.৪৫ মিনিটে মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে স্বাধীনতা স্মারক স্তম্ভ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮ টায় মেলান্দহে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভি ডি পি, ফায়ার সার্ভিস, বিএন সি সি, স্কাউট, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, রেঞ্জারস, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কুচকাওয়াজ শরীরচর্চা প্রদর্শন হয়েছে।
সকাল ১০.৩০ মিনিটে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ বনাম প্রীতি ফুটবল এবং মহিলাদের হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: জিন্নাহ। উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক জেলা কমান্ডার হারুন অর রশীদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আছাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মোশাররফ হোসেন প্রিন্স প্রমূখ। প্রকাশ থাকে যে, মহান বিজয় দিবসে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসন আয়োজনে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।