বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

মিরকাদিমের পুরাতন কাটপট্টি ঘাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২০৯ বার পঠিত

 

মো সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ  :
 মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পুরাতন কাটপট্টি এলাকায় গত বুধবার( ২৩ জুন) রাত নয় সময়  সিপাহিপাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে   শিপলুর (৩১) ওপর স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর  আহত হয়েছেন।
তথ্য সূত্রে  জানা যায়, সিপাহিপাড়া এলাকার দালালপাড়া স্থানীয়  কিশোর গ্যাংয়ের হামলায় পুরাতন কাটপট্টি ঘাটে দুর্বৃত্তরা আহত করে শিপলুকে।
শুক্রবার পুরাতন কাটপট্টি ঘাট এলাকায়   গিয়ে জানাযায় আশাবউদ্দিন ওরফে আশার দোকানে ঘটনা সূত্রে জানা যায়, সিপাহি পাড়ার বাবুল মিয়ার ছেলে নারায়ণগঞ্জ থেকে রিকাবী বাজারের পুরাতন কাটপট্টি গুদারাঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করতো। সেদিন  হঠাৎ  আমার চা,য়ের  দোকানের ভিতরে একপর্যায়ে ভয়ঙ্কর কিশোর গ্যাং  শিপলুর ওপরে অতর্কিত  ভাবে অস্ত্রসস্ত্রসহ চাপাতি দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করেন শিপলুর ভাই মো: রাজু জানান , কয়েক দিন পর আমার বোনের বিয়ে তাই ভাই  বকেয়া টাকা উঠিয়ে নিয়ে  আসার সময় এ হামলার শিকার হন। আমার ভাই একজন  ব্যাবসায়ী নারায়ণগঞ্জ থেকে এসে কাটপট্টিঘাট পৌছালে তখন আশা ভাইয়ের দোকানে চা খাওয়ার সময়  হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা করে তার সাথে থাকা আনুমানিক দুই লক্ষাধিক টাকা ও একটি এনড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জায়।    তাৎক্ষণিক ভাবে আমরা তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ রেফার করেন। আমরা তাকে ঢাকায় নিয়ে আসি। এখক তার অবস্থা একটু ভালো এবিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..