শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

বাগমারায় (অবঃ) সেনা সদস্যের সম্পত্তিতে প্রতিপক্ষের জোরপূর্বক ভাবে টিনশেটের ঘর নির্মাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১০৬ বার পঠিত

বাগমারায় (অবঃ) সেনা সদস্যের সম্পত্তিতে প্রতিপক্ষের জোরপূর্বক ভাবে টিনশেটের ঘর নির্মাণ

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এক (অবঃ) সেনা সদস্যের সরকারি লিজকৃত সম্পত্তিতে জোরপূর্বকভাবে টিনশোডের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরের অভিযোগ সূত্রে এবং সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সাইদুর রহমানের চাচা মোঃ এরশাদ আলী ১৯৭০/১৯৭৬ সালে ধামিনকৌড় মৌজার ৬৪ জেল নাম্বারের ৩৯২,৪৬৩ আর,এস খতিয়ানের ৪ নং দাগে উক্ত জমির খাজনা খারিজ সরকারের কোষাগারে পরিশোধ করে ভেগদখল করে আসছিল। পরবর্তীতে (অবঃ) সেনা সদস্য মোঃ সাইদুর রহমান ২০১৬ইং সালে সরকারি খাস সম্পত্তি লিজ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে উক্ত জমি লিজ নিয়ে ১৩৯৬-১৪২৮ সাল পর্যন্ত সরকারী কোষাগারে খাজনাদি পরিশোধ করে তিনি ভোগদখল করে আসছে । কিন্তু হঠাৎ করে সেই ইজারাকৃত জমিতে দাঙ্গাবাজ ও দালাল প্রকৃতি মোঃ কাজেম উদ্দিন (৪৪) পিতা মৃত আছির উদ্দিন শাহ অবৈধভাবে রাতের আধারে প্রায় ৪ শতক জমিতে অবৈধভাবে জোরপূর্বক করে টিনশোট ঘর নির্মাণ করে। এতে ুএলাকার মধ্যে আতংক বিরাজ করছে, কারণ যেকোনো মুহূর্তে উক্ত জায়গায় বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এব্যাপারে বিবাদী মোঃ কাজেম উদ্দিনের কাছে উক্ত বিষয়টি জানার জন্য ০১৭৮২- ৯৪২২৫০ মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলো তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য পাওয়া ও সম্ভব হয়নি। তাই পরবর্তীতে অভিযোগকারী (অবঃ) সেনা সদস্য মোঃ সাইদুর রহমানের কাছে উক্ত অভিযোগের বিষয়টি জানতে চাওয়া হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমার খতিয়ান ভুক্ত সম্পত্তির পাশে উক্ত ভিপি সম্পত্তি থাকায় সরকারের কোষাগারে খাজনাদি পরিশোধ করে আমাদের চাচাসহ আমি ইজারা নিয়ে প্রায় -৪০ বছর ধরে সম্পত্তি ভোগ করছি। কিন্তু দাঙ্গাবাজ কাজেম হঠাৎ করে রাতের আধারে আমার লিজকৃত সম্পত্তিতে অবৈধভাবে টিনশেটের ঘর নির্মাণ করছে, যাহা আইন বহির্ভূত। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যে উক্ত বিবাদমান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা যেন অতি শ্রীঘই গ্রহন করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বরাবর যোগাযোগ করা হলো তারা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৬১৭১৬৬৮
তাং ০২/০৮/২০২২ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..