পাইকগাছায় পরীক্ষার্থীকে রড ও ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ।
বি.সরকাৱ, স্টাফৱিপোর্টার, খুলনা। পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রুদ্র মন্ডলের মাথায় রডেৱ আঘাত এবং গলা ও পেটে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের রাস্তায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ফেলে দিয়ে গলা ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে রুদ্রকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিতা বাতিখালীর কেষ্টপদ মন্ডল জানান, চিকিৎসাধীন ছেলে এখন আনেকটা সুস্থ্য আছে। ঘটনার সময় হাফিজ স্যারের কাছে পড়তে যাচ্ছিলো এ সময় দুর্ত্তরা তাকে হত্যার চেষ্টা করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। থানা পুলিশ জানিয়েছে, আমরা এ ঘটনার খবর পেয়েছি, তবে থানায় এখনো কোন অভিযোগ হয়নি।