আল আমিন আল অর্থ, স্টাফ রিপোর্টারঃ-
পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের সংগঠন ‘নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি’র ‘ছাদ কৃষি ও সামাজিক বনায়ণ কর্মসূচী-২০২১ এর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার,২৪ জুন বেলা ১১টায় চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়াইলমারি পয়েন্টে উদ্বোধন করা হয়েছে।
নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি’র সভাপতি জীবন খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,চাটমোহর থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও ‘সাপ্তাহিক সময় অসময়’ পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন এবং বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লেবু।
প্রধান অতিথি মুহম্মদ আনোয়ার হোসেন তরুনদের সামাজিক কল্যাণকর বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের ভূয়সী প্রশংসার পাশাপাশি সামাজিক সমস্যা যেমন- বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুকমুক্ত, নারী নির্যাতনমুক্ত, সর্বপরি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য তরুন ও যুবকদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বনায়ণ সৃষ্টি করতে পারলে ঝড়-ঝঞ্ঝা, খড়া-বন্যা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় থেকে বৃক্ষ আমাদের রক্ষা করতে সক্ষম হবে।’
বিশেষ অতিথি কে. এম. বেলাল হোসেন স্বপন বলেন, ‘করোনা পরিস্থিতিতে প্রায় সারাদেশের তরুন ও যুবকেরা যখন মাদকদ্রব্য এবং মোবাইল গেমস্-এ আসক্ত হয়ে পড়ছে অথচ একই সময়ে চাটমোহর উপজেলাবাসী বেশকিছু কর্মপাগল তরুন ও যুবকদের পেয়েছে, যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত প্রতিনিয়ত সমাজের কল্যাণে অবদানের স্বাক্ষর রেখে চলেছে। নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি সে ধরণের একটি সামাজিক সংগঠন। আজ যে বৃক্ষ চারা রোপন করা হচ্ছে, এর মধ্যে মাত্র ৫টি বৃক্ষও যদি মহীরুহে পরিনত হয়,তাহলে সে গুলো এক একটি অক্সিজেন ফ্যাক্টারীতে পরিনত হবে। গাছের বিশুদ্ধ বায়ুর প্রভাবে করোনা ভাইরাসের মত ভয়াবহ অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষ ইনশাআল্লাহ্ রক্ষা পাবে।’
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ সম্মিলিতভাবে সড়কের পাশে একটি জলপাই গাছের চারা রোপনের মাধ্যমে সংগঠনটির বৃক্ষরোপন কর্মসূচী’র শুভ উদ্বোধন করেন এবং ছাদ কৃষি বাস্তবায়ন ফরম অবমুক্ত করে সংগঠন নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি’র সভাপতি জীবন খান জানান, ‘চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল ইমরান ছাদ বাগান এবং সামাজিক বনায়ণ কর্মসূচী বাস্তবায়নে প্রথম থেকেই ব্যাপক সহযোগিতা প্রদান করে আসছেন।’
তিনি আরও জানান, ‘আজ আমরা জলপাই, কাঁঠাল, জাম, বরই মিলিয়ে ৫৪টি ফলজ বৃক্ষের চারা রোপন করবো। নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে আজ একযোগে দেশের ১৭টি জেলায় বৃক্ষ চারা রোপন কর্মসূচী শুরু হয়েছে।’
এ সময় নিউ হোপ ডেভেলপমেন্ট সোসাইটি’র সভাপতি জীবন খান, সাধারণ সম্পাদক মো. মাহফুজ হোসেন, ফটো গ্রাফার মো. সাব্বির হোসেন, ক্রীড়া সম্পাদক পার্থ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সোহাগ হোসেন, মডারেটর মো. রবিউল হোসেন, মডারেটর নাহিদ হাসান, নির্বাহী সদস্য,হাকিবুল হোসেন, লিটন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।