শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের এর চলমান লকডাউন এর তৃতীয় দিনে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২০৬ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি মোঃজিয়াউল হো্সেন (জুয়েল)

নারায়ণগঞ্জের  চলমান লক ডাউনের তৃতীয় দিনে শহরের  বিভিন্ন হোটেল-রেস্তোরায় সামাজিক দুরুত্ব বজায় না রেখে স্থাস্থ্যবিধি অমান্য করে ও সরকার ঘোষিত খাবারের দোকানে শুধুমাত্র পার্সেলের মাধ্যমে বিক্রি না করে হোটেলের ভেতরে বসিয়ে খাবার খাওয়ানোর অপরাধে বিভিন্ন হোটেল-রেস্তারায় অভিযান চালিয়েছে ভ্রম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় শহরের ২নং রেল গেইট সংলগ্ন শরীফ রেষ্টুরেন্ট ও ফুড গার্ডেন রেষ্টুরেন্টকে হোটেলের ভেতরে বসিয়ে খাবার পরিবেশনের দায়ে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছরীন আক্তার জানান, সরকার ঘোষিত বিধি নিষেধ (লক ডাউন) নারায়ণগঞ্জ জেলায় তৃতীয় দিন চলমান রয়েছে। হোটেল-রেস্তারায় এবং খাবারের দোকান গুলিতে শুধুমাত্র পার্সেলের মাধ্যমে খাবার বিক্রি করতে পারবেন দোকানিরা। ভেতরে বসে খাওয়ানো যাবে না।

শহরের বিভিন্ন স্থানে আমাদের এ অভিযান পরিচালিত হচ্ছে। শরীফ রেষ্টুরেন্ট ও ফুড গার্ডেন রেষ্ট্ররেন্টকে হোটেলের ভেতরে বসিয়ে খাবার পরিবেশনের দায়ে ২ হাজার টাকা করে প্রত্যেক দোকানিকে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে যেন এভাবে হোটেলের ভেতরে বসিয়ে খাবার পরিবেশন না করার জন্য আর কখনো করার চেষ্টা করলে তাদের জেলও হতে পারে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..