নানান আয়োজনে শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ সবুজ খান মির্জাপুর টাংগাইল।
নানান আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো শহিদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩।খেলাটি মির্জাপুরের মসদই গ্রামের মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।এটি ছিল সিজন-৫ ফাইনাল ক্রিকেট খেলা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আগতাড়াইল স্পোর্টিং ক্লাব বনাম নিউহাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব সিলেট।খেলার ১ম পুরষ্কার ১ লক্ষ টাকা ও ২য় পুরষ্কার ৬০ হাজার টাকা।
খেলায় নিউহাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব সিলেট জয়লাভ করেন।খেলাটির আয়োজন করেন মসদই এলাকাবাসী।
আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবিরের পৃষ্ঠপোষকতায় খেলা কমিটির আহ্বায়ক সবুর লসকরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফ জাই সহ প্রমূখ।
আকর্ষন হিসেবে এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সাইফ উদ্দিন।
অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য উদ্বোধন,খেলা,লাটারি,অতিথি বরণ,ডিসপ্লে সহ বিভিন্ন আইটেম।খেলায় দর্শকে ছিল কানায় কানায় ভরপুর।