শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

নাটোরে বালু তোলায় বাধা দেওয়ায় গভীর রাতে বাড়িতে গিয়ে গুলি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১১৯ বার পঠিত

নাটোরে বালু তোলায় বাধা দেওয়ায় গভীর রাতে বাড়িতে গিয়ে গুলি

নাহিদ হাসান শামীম স্টাফ রির্পোটার নাটোর

গত দিবাগত রাত ৩ টায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ওই বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

কাঁচের টুকরার আঘাতে আহত হন ওই পরিবারের এক নারী।

পদ্মার চর থেকে ‘বালু তোলায় বাধা দেওয়ায়’ নাটোরের এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিতে কাঁচ ভেঙে এক নারী আহত হয়েছেন।

গত দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়িটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের। তিনি গত বছর মারা গেছেন। ওই বাড়িতে তাঁর দুই সন্তান ও পুত্রবধূ থাকেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

আব্দুর রাজ্জাকের বড় ছেলে সুমন জানান, রাত সাড়ে ৩ টার দিকে বাড়িতে ঢোকার প্রধান ফটকে হঠাৎ গুলির শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁর স্ত্রী শারমিন বেগম (২৮) শোবার ঘড়ের জানালার কাছে গিয়ে দাঁড়ালে একটি গুলি ওই জানালার কাঁচে এসে লাগে। এতে কাঁচ ভেঙে একটি টুকরা তাঁর স্ত্রীর কপালে লেগে জখম হয়।

বিষয়টি দ্রুতই তাঁরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। কিছুক্ষণের মধ্যেই তাঁদের চেনা–অচেনা কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যান। ঘণ্টাখানেক পর লালপুর থানা থেকে পুলিশ এলে আহত শারমিন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

হামলার কারণ সম্পর্কে সুমন বলেন, একটি প্রভাবশালী মহল লালপুরের পদ্মার চর থেকে মেশিন দিয়ে বালু তোলার চেষ্টা করছে। চরে আবাদি জমি থাকায় তাঁরা বালু কাটতে বাধা দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে পান্না বাহিনীর কিছু দুর্বৃত্তের সহযোগিতায় ওই প্রভাবশালী মহল তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। তদন্তে হামলাকারী শনাক্ত হলে তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে ৭ টি গুলি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..