নাটোরের সিংড়ায় দিন মজুরের ৪ টি আঙ্গুল কেটে নিলো প্রতিপক্ষরা
নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের সিংড়ায় দিনমজুর খসরু (৩২) এর দুই হাতের ৪ টি আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষ সবুজ বাহিনী।
গতকাল মঙ্গলবার দুপুরে রাতাল বাজার থেকে ধরে নিয়ে গিয়ে সবুজের বাসায় নিয়ে গিয়ে বেদম মারপিট করে হাতের আঙ্গুল কেটে দেয়া হয় বলে জানা গেছে।
খসরু ইটালী ইউনিয়নের রাতাল গ্রামের মহির উদ্দিনের পুত্র।গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সবুজ বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
২০১৭ সালে এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে ঐ বাহিনীর হাতে আঃ রশিদ নিহত হয়।
পুর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে সবুজ, আরিফের নেতৃত্বে ৮/১০ জন খসরু (৩২) কে প্রকাশ্যে রাতাল বাজার থেকে ধরে নিয়ে যায়।
সবুজের বাড়িতে বেদম মারপিট করে হাতের আঙ্গুল কেটে দেয়া হয়।
পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এলে পরে তাঁকে বগুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, বিষয়টি শোনার পর পুলিশ কে অবহিত করা হয়েছে।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।