নওগাঁর পত্নীতলায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সোহেল রানা রাজশাহী
ব্যুরো
নওগাঁর পত্নীতলাসহ আশেপাশের উপজেলায় কয়েকদিন ধরেই চলমান শৈত্যপ্রবাহের দাপটে দরিদ্র, ছিন্নমুল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের যখন ত্রাহি অবস্থা সে সময় শীত নিবারণের উষ্ণতা নিয়ে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ। বুধবার বিকেল থেকে রাত অবধি তিনি শীতবস্ত্র নিয়ে ছুটে যান হতদরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাসরত এলাকায় এবং নিজ হাতে ৫শতাধিক শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেন উষ্ণতার পরশ। উপজেলা নির্বাহী অফিসারের হাতে শীত নিবারণের জামা পেয়ে নারী-পুরুষ ও শিশুরা আনন্দে ফেটে পড়েন।
বুধবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ নজিপুর ইউনিয়নের সুলতানপুর ভুঁইয়া পাড়া, পাটিচরা ইউনিয়নের পাটিচরা ও ছালিগ্রাম গ্রামে গিয়ে ৫শত শীত পীড়িত নারী-পুরুষ ও শিশুর মাঝে শীত নিবারণের মোটা কাপড় বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন নজিপুর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘোষনগর ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উল্লেখ্য এর আগেও ইউএনও রোমানা আফরোজ রাতের আঁধারে বিভিন্ন গ্রাম ঘুরে ৫শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ বিষয়ে ইউএনও রোমানা আফরোজ বলেন, এলাকার শীতার্ত মানুষকে সুরক্ষা দেওয়া সকলের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।