বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

ধলেশ্বরীতে জাহাজে ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৭০ বার পঠিত

 

সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ সদর উপজেলার শাহ সিমেন্ট সংলগ্ন ধলেশ্বরী নদীতে বুধবার দিবাগত রাত পোনে তিনটার দিকে নোঙ্গর করা জাহাজে ডাকাতি হয়েছে। ‘এমভি- ইয়াছিন আরাফাত-২’ নামে শাহ্ সিমেন্টের ক্লিংকারবাহী জাহাজ থেকে ডাকাত বাহিনীর সশস্ত্র সদস্যরা জাহাজের মাষ্টার ও স্টাফদের হানা দিয়ে অর্ধ লক্ষাধিক নগদ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জাহাজের মাস্টার মো. মিলন আহত হয়েছেন। ঘটনার বিবরণ দিয়ে এমভি ইয়াছিন আরাফাত-২ নামের জাহাজের মিলন মাষ্টার অভিযোগ করে বলেন, চট্টগ্রামের সিডম থেকে নিয়ে আসা শাহ্ সিমেন্টের কাচাঁমাল (ক্লিংকার বাহী) আমাদের জাহাজটি শাহ সিমেন্ট সংলগ্ন নদীতে নোঙ্গর করা ছিলো। গতকাল দিবাগত রাতে একটি সাদা রঙ্গের দুই ইঞ্জিন বাহী একটি স্পিড বোডে করে সশস্ত্র ২০ জন ডাকাত জাহাজে হানা দেয়। ডাকাতরা জাহাজে উঠেই এলোপাথারি মারধর করতে থাকে। পরে জাহাজের ১২ জন স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ ৩০ হাজার টাকা, মোবাইলের বিকাশে ১২ হাজার, স্টাফদের কাছে থাকা ১৫,৫০০ টাকা এবং ২ টি মোবাইল নিয়ে যায়। এছাড়াও জাহাজের মালামালের চালান সহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো জানান, একই সময় নোঙ্গর করা আরো বেশ কয়েকটি জাহাজে ওই ডাকাতরা হানা দেয়। জাহাজের ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাবিকরা। এ বিষয়ে নৌ পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, জাহাজে ডাকাতির খবর শুনে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..