ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ১১ বচরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর দুইটায় নিশ্চিন্তপুরে একটি পেয়ারা বাগানে এ ঘটনা ঘটে। এদিন রাতে ধর্ষণকারীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
গ্রেপ্তার হারুনর রশিদ (৩০) নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মান্না ওরুফে মনু মিয়ার ছেলে।
খবরের সত্যতা নিশ্চিৎ করেছেন, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
ওসি কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর বাবা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন৷ ওই এজাহার রাতে মামলা হিসেবে রেকর্ড করা হলে রোববার বিকালে অভিযু্ক্ত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী ও শিশু শিক্ষার্থীর বাবা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে বলেন, প্রতিদিনের মতো নদীর ধারে একটি পেয়ারা বাগানে খেলার সাথী সহ খেলতে যান আমার মেয়ে। ঘটনার দিন জোর করে আমার মেয়েকে পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি ধর্ষণকারীর ফাঁসি চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বিচারিক রমেশ কুমার ডাগার আদালতে ক্ষতিগ্রস্থ শিশু শিক্ষার্থী জবানবন্দি দিয়েছেন এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..