মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অভয়াশ্রমের সুফল মিলছে না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৯৫ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে অভয়াশ্রমের সুফল মিলছে না
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
সংরক্ষণ ও খননের অভাবে ঠাকুরগাঁওয়ের বেশিরভাগ মৎস্য অভয়াশ্রম থেকে সুফল পাওয়া যাচ্ছে না। এতে সরকারি মৎস্য চাষের প্রকল্পের অর্থ ভেস্তে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। অন্যদিকে নিজেদের দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা যায়, তীব্র তাপদাহে শুকিয়ে যাচ্ছে নদী, নালা, খাল বিল ও জলাশয়ের পানি। এ অবস্থায় দেশীয় প্রজাতি মাছের চাহিদা পূরণে নদী ও জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার প্রকল্প হাতে নেয় জেলার মৎস্য বিভাগ কর্তৃপক্ষ। তবে প্রকল্পের আওতায় গড়ে তোলা এসব বেশিরভাগ অভয়াশ্রম এখন শুধু নামেই।
সদর উপজেলার বুড়িবাঁধ, টাংগন ও ভুল্লী নদীসহ কয়েকটি অভয়াশ্রম ঘুরে দেখা গেছে, হাঁটু পানির ওপর সামান্য বাঁশ খুটিতে জড়িয়ে আছে ময়লা-আবর্জনা। আবার কোনোটির চারপাশ পানি শুকিয়ে গেছে। এ সুযোগে যে যার মতো করে মাছ ধরছে সেখানে। তদারকির অভাবে মৎস্য অভয়াশ্রমগুলোর এখন বেহাল দশা। এখন প্রকল্প শুধু নামেই।
পানি কম থাকায় অভয়াশ্রমগুলোতে মাছশূন্য। দ্রুত পুনর্খননের মাধ্যমে কার্যত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয় ও মৎস্য সংশ্লিষ্টদের।
এদিকে অভয়াশ্রমের কাছে সাইবোর্ড টেনে সতর্কতার কথা জানান দিলেও দায়সারা কার্যক্রম ও তদারকির অভাবকে দায়ী করছেন স্থানীয়রা। এতে সরকারি প্রকল্পের অর্থ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তদারকির ঘাটতির কথা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেদুজ্জামান বলেন, প্রতি বছর সংরক্ষণের জন্য অর্থ বরাদ্দ পেলেও পর্যাপ্ত নয়। যে কারণে এর সুফল পাওয়া যায় না।
জেলা মৎস্য বিভাগের তথ্য মতে, জেলার পাঁচটি উপজেলায় নদী নালা ও জলাশয়ে নয়টি অভয়াশ্রম রয়েছে। যা প্রতিবছর সরকারি প্রকল্পের মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ করছে মৎস্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..