মোঃরাকিব হাসান স্টাফ রিপোর্টার।
আশঙ্কাজনক হারে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউনের অংশ হিসেবে জামালপুরে বিধিনিষেধ পালনে শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার ১ জুলাই সকাল থেকে জামালপুর শহরের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। কঠোর লকডাউনের কারণে সকাল থেকেই শহরের শপিংকমপ্লেক্সসহ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ থাকলেও রাস্তায় সাধারণ মানুষজনের চলাফেরা দেখা গেছে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। লকডাউনের প্রথম দিনে কাউকে কোন জরিমানা বা শাস্তি প্রদান না করলেও সবাইকে সর্তক করছে প্রশাসন। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।
জামালপুর স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় জামালপুরে ২৪৭টি নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ৫৫ জনের করোনা সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ জনের। সবমিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮শ’ ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ’ ১৩ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৪৯ জনের।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..