চাঁপাইনবাবগঞ্জের ২টি আসনেই নৌকা জয়ী
সোহেল রানা রাজশাহী
ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আব্দুল ওদুদ নৌকা প্রতীক নিয়ে এ আসনে ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আপেল প্রতীক) সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। ৩৬৫৮ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ওদুদ।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনের নৌকার প্রার্থী জিয়াউর রহমান ৯৫হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল প্রতীক) ২৫ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।