গোমস্তা পুরে আওয়ামীলীগের বিশাল জনসভা অনুষ্ঠিত।
সোহেল রানা রাজশাহী
ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ উপ নির্বাচনে আসন্ন ১ ফেব্রুয়ারী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন,জননেত্রী শেখ হাসিনার মনোনীত পদপ্রার্থী মুঃ জিয়াউর রহমানের নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এক বিশাল জন সভার আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজশাহী (বিভাগের দায়িত্বপ্রাপ্ত)
এস. এম কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক সংসদ সদস্য নৌকার প্রার্থী মোঃ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জন প্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল,
ভোলাহাট উপজেলা শাখার সিনিয়র সহ -সভাপতি আব্দুল গাফ্ফার, নাচোল উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আলি শাহ্ রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন, রহনপুর পৌর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর জামান প্রমূখ।
সোহেল রানা রাজশাহী
ফোন নং০১৭৯২১১৮৭৪৫