গাইবান্ধায় চালককে খুন করে অটোবাইক ছিনতাই
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধা সদর উপজেলায় রাজু মিয়া (২০) নামের এক চালককে খুন করে তার অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের রাম প্রসাদ এলাকার রেল লাইনের ৬৫-এফ নম্বর ব্রিজের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।রাজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় (চান্দের বাজা) গ্রামের শফিউল ইসলামের (ভুন্দু) ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের রবাত দিয়ে ওসি জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজু মিয়া তার অটোবাইক নিয়ে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়েও এলেও তিনি আর বাড়িতে ফেরেনি। পরে মোবাইলে কল দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে ওই স্থানে রাজুর গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে ওই স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশা পাশি হত্যাকারিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।