সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

কঠোর লকডাউন তবুও বেরুচ্ছে মানুষ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পরেও অপ্রয়োজনে বেরুচ্ছে মানুষ! নগরী ও শহরতলীতে বিনাকারণে দিনভর ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। শহরে প্রশাসনের কড়াকড়ির কারণে সেখানে আনাগোনা কম থাকলেও শহরতলীতে তাদের সংখ্যা বেশি।
লকডাউনের প্রথমদিন থেকেই নগরীতে কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী-পুলিশ। মহাসড়ক ও নগরীর প্রবেশমুখগুলোতে সেনাবাহিনী ও পুলিশের চেকপোষ্টের পাশাপাশি রয়েছে মোবাইল কোর্টও।
জেলা প্রশাসন জানিয়েছে, নারায়ণগঞ্জে লকডাউনের প্রথমদিনেই ৪২টি মামলায় প্রায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় দিন শুক্রবার ও দিনভর বৃষ্টির প্রভাব থাকায় মানুষের আনাগোনা এমনিতেই কম ছিলো। তৃতীয় তিন ৮২টি মামলায় প্রায় ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্র আরও জানায়, জেলার গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমান আদালত কাজ করছে। তাদের সহায়তা করতে ৪৫ এমএলআরএস ৩টি পেট্রোল টিমের ৫২জন সেনা সদস্য, ২ প্লাটুন বিজিবি, আনসার ও স্কাউটের স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে বিনাকারণেই মানুষজন ঘুরে বেড়াচ্ছে। কিছু কিছু চায়ের দোকানেও বেশ ভীড়। তবে পুলিশ ও মোবাইল কোর্ট দেখলেই লুকোচুরি খেলার মতো আবারও পালিয়ে যাচ্ছে।
শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকে ফতুল্লা বিসিক শিল্পনগরী ও বন্দর এলাকায় কর্মমুখি মানুষের চাপ দেখা গেছে। যানবাহন সঙ্কট থাকায় অনেকেই পায়ে হেঁটে কর্মস্থলে যোগ দিয়েছেন।
অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, ক্রমান্বয়ে জেলায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার করোনায় একজন নারীর মৃত্যুও হয়েছে।
রোববার দুপুরে মাঠে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাবাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম। এসময় তিনি সাংবাদকিদের মাধ্যমে সাধারণ মানুষকে আরও সচেতন হবার আহবান জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি হটস্পট। সবাইকে আরও সচেতন হয়ে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..