বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার জসিমউদ্দিন ইতি
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের
লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর
পেন্টাগন। তাদের বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর ওপর মিলিশিয়াদের
ড্রোন হামলার জবাবে তাদের ‘অস্ত্রাগার ও অপারেশন পরিচালনা করার স্থাপনা’
লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

সোমবার (২৮ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা
হয়, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইরান
সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর অনুমোদন দিলেন জো
বাইডেন। সাম্প্রতিক সময়ে ইরাকে থাকা মার্কিন বাহিনী বেশ কয়েকবার ড্রোন
হামলার শিকার হয়েছে।
ইরান অবশ্য এসব হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইসলামিক
স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে
ইরাকে আড়াই হাজারের মত মার্কিন সৈন্য রয়েছে। পেন্টাগনের বিবৃতি
অনুযায়ী, বিমান থেকে সিরিয়ার দুটি এবং ইরাকের একটি লক্ষ্যবস্তুতে হামলা
চালানো হয়েছে। এতে বলা হয়, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব
হেজবুল্লাহ এবং এবং কাতাইব সাঈদ আল-শুহাদা এই স্থাপনাগুলো ব্যবহার করতো

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..