শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় ৪০ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ বার পঠিত

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় ৪০ লাখ টাকা জরিমানা

মোঃ সুমন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ একটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৯টি ভাটায় ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকালে ১১:৪০ মিঃ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞপ্তিতে তুহিন আলম জানান, ভাটা স্থাপন ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর আলোকে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার বহুতী এলাকার রাইন ব্রিকস, রায়গঞ্জ উপজেলার নারায়ণ শালুয়া এলাকার জেনিন ব্রিকস ও সরাই হাজীপুরের সান ব্রিকসের কিলন এবং চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। অপরদিকে রায়গঞ্জের মোড়দিয়ার আলফা ব্রিকস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ছাড়া বহুতী এলাকার রাইন ব্রিকসকে ৬ লাখ, রায়গঞ্জের দেউলমুড়া সুরমা ব্রিকসকে ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকস ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকস-২ ৫ লাখ, সরাই হাজীপুর এলাকার এসএন বি ব্রিকস ৪ লাখ, সান ব্রিকস ৫ লাখ, ভুইয়াগাঁতী মেসার্স হিরো ব্রিকস ৫ লাখ, মোরদিয়া এলাকার সুপার ব্রিকস ২ লাখ ৫০ হাজার, লাঙ্গলবন্ধের মেসার্স রেজা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..