শ্রীমঙ্গলে আজ ফাগুয়া উৎসব: চা শ্রমিকদের ঐতিহ্যের মহাসমারোহ
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সকল চা শ্রমিক সম্প্রদায়ের অংশগ্রহণে বর্ণিল ফাগুয়া উৎসব ২০২৫-এর আয়োজন করা হয়েছে।
১২ ই এপ্রিল, শনিবার শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। মৌলভীবাজার ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রীতম দাশঅনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
আনন্দ-সংস্কৃতির মিলনমেলা
সকাল ১১টায় জাতীয় সংগীত ও চা বাগানের গানের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। প্রধান অতিথির বক্তৃতার পর দিনভর চলবে নাচ, গান ও সংস্কৃতির বহুরূপী প্রদর্শনী।
পরিবেশনায় যা থাকছে:ভোজপুরী হোলি গীত, বিরহ, কমেডি,উড়িষ্যা, পত্র সওরা, চড়াইয়া নৃত্য, হাড়ি নৃত্য ,তেলেগু, ডাল ও কাঠি নৃত্য , গড় সম্প্রদায়, হোড়কা বাদ্যযন্ত্রসহ হোলি গীত , ঝুমুর (মাহাতো কুর্মী) ও কুমুর দ্বৈত (বাড়াইক) ।
চা শ্রমিকদের সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী ও চা-শ্রমিক সম্প্রদায়। রঙ, সংগীত ও নৃত্যের মেলবন্ধনে সেজে উঠবে শ্রীমঙ্গলের ফুলছড়া মাঠ।