রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহিদদের স্মরণ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, অনুষ্ঠানে বেলুন ফেস্টুন উড়িয়ে পায়রা অবমুক্ত করণের মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষনা করে কুচকাওয়াজ মাঠ পরিদর্শন করে সবাইকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, আইসিটি অফিসার ঈমান আলী, বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মুসা হাসেমী, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।