মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আপোষহীন নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর ২০২৫, নারায়ণগঞ্জের বরফকল ঘাট সংলগ্ন কার্যালয়ে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করা হয়। পরে মাগরিব নামাজের পরপরই কোরআন খতম শুরু হয়। ধারাবাহিক তিলাওয়াতের মাধ্যমে পুরো কোরআন খতম সম্পন্ন করা হয় এবং রাত ৮টায় এশার নামাজের পর সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম যেন জাতিকে সঠিক পথে পরিচালিত করে—সে কামনাও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। কঠিন সময়েও তিনি আপোষহীন অবস্থান নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা তাঁকে গণমানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তাঁরা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শেষে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..