তেরখাদা উপজেলার ২নং বারসাত ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাব্বির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলাঅন্তর্গত তেরখাদা উপজেলা ২ নং বারসাত ইউনিয়নের উদ্যোগে আজ তাং১৭/০৩/২৫ইং রোজ সোমবার বেলা ১২:ঘটিকায় তেরখাদা উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন টিএনটির হলরুমে ২ নং বারাসাত ও ৫ নং তেরখাদা সদর ইউনিয়নের কমিটি গঠন করার প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেরখাদা থানা বিএনপি’র সভাপতি চৌধুরী কাওসার আলী, সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অরজগতা একত্ববাদী এবং হিংসাত্মক রাজনীতি করে বিএনপির নেতাকর্মীদের উপর যে হামলা দাঙ্গা মামলা করে তাদেরকে ঘরছাড়া করেছে, বিএনপি সেই রাজনীতি করে না, দেশরত্ন বেগম খালেদা জিয়া ও আগামীর ভবিষ্যৎ বাংলার রাষ্ট্র নায়ক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাই,দেশের সাধারণ মানুষের সুখ শান্তি, বেকারত্ব দূরকরুন উন্নত সুশিক্ষা এবং উন্নত চিকিৎসার সুব্যবস্থা করে দেশের দারিদ্রতা দূরীকরণ করা।
উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি নান্ঠা মোল্লা, চৌধুরী বুলু, থানা যুবদলের সভাপতি মোল্লা হুমায়ুন কবির,এফ এম হাবিবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, বলিষ্ঠ রাজনীতিবিদ মোবাশ্বের মোল্লা, যুবদল নেতা নুরুল হক (নুরু) দেলোয়ার ফকির, আহার ফকির, মোঃ সাদ প্রমুখ।