শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

জামালপুর সরিষাবাড়ীতে দুই ছাত্রকে বলাৎকার (ধর্ষণ) করায় বিচারের দাবিতে মানববন্ধন ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫০ বার পঠিত

জামালপুর সরিষাবাড়ীতে দুই ছাত্রকে বলাৎকার (ধর্ষণ) করায় বিচারের দাবিতে মানববন্ধন ।

আমিনুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সাতপোয়া রাওদাতুল আতফাল মাদ্রাসার শিক্ষক মোঃ বজলুর রহমান রানা (২৮) পিতা মোঃ আলী, মাতা :সুফিয়া খাতুন বুলবুলি, গ্রাম:বাচডা, পোস্ট: পোরজনা, উপজেলা: শাহজাদপুর, জেলা :সিরাজগঞ্জ। মোহাম্মদ বজলুর রহমান রানা রওদাতুল আতফাল আবাসিক মাদ্রাসার শিক্ষক তিনি দীর্ঘদিন যাবৎ একই মাদ্রাসার ছাত্র মোঃ আবু ইউসুফ হৃদয় (১৩) পিতা: মোঃ কামরুল হাসান, মাতা: মোছা: ইতি ,গ্রাম: চকপাড়া, পোস্ট: বগারপাড়, উপজেলা সরিষাবাড়ী, জেলা:জামালপুর এবং মোঃ হোসাইন ( ১৪) পিতা: দেলোয়ার হোসেন, মাতা: রুনা আক্তার । কে ধর্ষণ (বলাৎকার) করে আসতেছেন। ধর্ষণকারীর অত্যাচারে ছাত্রদয় মাদ্রাসা থেকে চলে গিয়ে বাড়িতে বিষয়টি অভিহিত করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয় এবং মোঃ আবু ইউসুফ হৃদয়ের মা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন ১৬/০৩/২০২৫ ইং মামলা নং-০৪/৩১ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০)এর ৯(১) ধারা,মামলাটি আমল নিয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চান মিয়া উক্ত আসামিকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করেন । মাদ্রাসার প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ন্যায় বিচারের দাবিতে ১২:৩০ মিনিটে মানববন্ধন করেন মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতুল মিয়া এবং অন্যান্য ব্যক্তিবর্গ তারা ধর্ষণকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..