খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ । নিজস্ব প্রতিবেদক
আমি নিন্ম স্বাক্ষরকারী মোঃ মুশিবর রহমান শেখ, পিতাঃ মৃতঃ হাবিবুর রহমান শেখ, সাং–ঝালবাড়ী, থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনা। আমাদের পরিবার ইসলমী মূল্যবোধে বিশ্বাসী ।আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে গিয়ে আমি কারণ বসত আওয়ামীলীগেররাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়ি। তার সুবাদে আমাকে বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগেরসভাপতির পদের দায়িত্ব দেওয়া হয়। দ্বায়িত্ব পালন কালে আমার জানামতে আমি কোনরাজনৈতিক দলের নেতা কর্মীর সাথে খারাপ আচরন করিনি। তার পরেও আমারা মানুষ কেউভূলত্রুটির উর্দ্ধে নই। আমার আচারনে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন আশাকরিক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দীর্ঘদিন যাবত খুবই অসুস্থ, যার কারনে আমি ইতিপূর্বে পদথেকে অব্যহতি চেয়েছিলাম। কিন্তু নানান কারনে তা হয়ে ওঠেনি, বর্তমানে ছাত্র জনতারআন্দোলনকে সন্মান জানিয়ে আমার সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এছাড়াআমি দলের সাথে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত সকলের রুহের মাগফেরাত কামনা করছি। আমি এই এলাকার একজন সাধারন মানুষহিসাবেই থাকতে চাই। বিগত দিনের ন্যায় আপনাদের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থাকবইনশাআল্লাহ ।
Thank you for sharing this insightful article! I found the information really useful and thought-provoking. Your writing style is engaging, and it made the topic much easier to understand. Looking forward to reading more of your posts!