আশুলিয়ায় ঢাকা ক্লাসিক্যাল একাডেমি – ২ আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ শামীম আহমেদ,বিশেষ প্রতিনিধি:
সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেরন তেঁতুলতলা ঢাকা ক্লাসিক্যাল একাডেমি – ২ এর আয়োজনে শুভ নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব এর বৈশাখী মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা নতুন বছর ১৪৩২ বর্ষ বরণ উপলক্ষে ঢাকা ক্লাসিক্যাল একাডেমি -২ সারা দিন ব্যাপি বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।সকাল ৯ টায় শুরু হয়ে দিন ব্যাপি অনুষ্ঠান চলে। অএ একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন রকমের খাবারের আয়োজন করে, এর ভিতরে হরেক রকমের পিঠা,চটপটি, ফুসকা, শরবত, পান্তা, ইলিশ, ভর্তা, ডাউল, আইসক্রিম বিক্রি সহ অনেক খাবারের স্টল করে। এতে বাংলার এর্তহ্যবাহী খাবার রকমারি স্টল নিয়ে পরিবেশন করে এবং বৈশাখী উৎযাপন করে। এতে অংশ গ্রহণ করে বিভিন্ন শিক্ষাথীদের অভিভাবক বৃন্দ অএ একাডেমির শিক্ষক মন্ডলী সহ আশেপাশের সাধারণ মানুষ। পরিশেষে বাংঙালী গান বাজনা ও নৃত্য পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।