আলোচিত দিদার হত্যা মামলার আসামি ও উপজেলা যুবদলের সভাপতি একই মোটরসাইকেল শোডাউনে।
মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ
তথ্যসূত্রে জানা যায় গোপালগঞ্জে আলোচিত দিদার হত্যা মামলার নামধারী ৩৮ নম্বর আসামী পাপ্পুর সঙ্গে টুঙ্গীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুক্তার হোসেন,যুগ্ন আহবায়ক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একই মোটরসাইকেলে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোডাউনে বিএনপি’র প্রোগ্রামের অংশ হিসেবে তাকে পাপ্পুর মোটরসাইকেলের পিছনে বসে হ্যান্ড মাইক হাতে নিয়ে কথা বলতে দেখা যায়। জানা যায় এছাড়াও মুক্তার হোসেন উপজেলা নীলকা বাজার সরকারি খাস জায়গায় দখল করে দলীয় সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
এ ঘটনা নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক শেখের সঙ্গে কথা বললে,তিনি বলেন, দলে নিয়ম-শৃঙ্খলা কোন ব্যক্তি ভঙ্গ করলে সে দলের যে পদেই থাকুক না কেন তার দায়ভার দল নিবে না।এ বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সালাউদ্দিন শেখ বলেন, এটা আদৌ উচিত নয়। যদি মুক্তার হোসেন এমন কিছু করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণ এই ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন