আমাদেরকে আরো সচেতন ও সচেতনতা বৃদ্ধি করতে হবে নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে –ডিসি
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড-ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ বাস্তবায়ন করেন।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় প্রান ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, রেড ক্রিস, স্কাউট ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর ছাত্র ও ছাত্রীরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে। তাই আমাদের মাঝে সচেতনতা বেশি বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি। কারণ মেল ফ্যাক্টরিতে আগুন লাগার কথা শোনা যায় ও ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামার সময় দুর্ঘটনার কথা শোনা যায়।তাই আমাদের সবার সচেতন হতে হবে এই মুহূর্তে আমাদের কি করনীয় ও কি কি করা উচিত। সঠিক কাজটি করতে পারলেই আমরা দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারবো। উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এর গাড়ির শব্দ শুনলে অন্যান্য গাড়িগুলি রাস্তায় থেমে গিয়ে ওই এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়িকে যাওয়ার রাস্তা করে দেয় ।কারণ ওরা জানে এই গাড়িগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই তাদেরকে সবাই সাইট দিয়ে দেয়। ওরা অনেক সচেতন তাই ওদের দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেক কম হয়। আমাদেরকে অনেক সচেতন হতে হবে ও আরো অনেক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রতিটা মেইল ফ্যাক্টরিতে দুর্যোগ মোকাবেলায় কি করনীয় তা নিয়ে কর্মশালা করতে হবে কর্মকর্তা সহ শ্রমিকদের নিয়ে ।যাতে আমরাও এই দুর্যোগ মোকাবেলা করে নিজেদের রক্ষা করতে পারি ও পাশাপাশি দেশ কেউ রক্ষা করতে পারি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।