Somoy TV এর সংবাদ নোঙ্গরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ করতে সিরাজগঞ্জের মানববন্ধন,
এসএম আলীরাজ হোসাইন,, ভ্রাম্যমান প্রতিনিধি,
বেসরকারি টেলিভিশন Somoy TV সংবাদ প্রধান মুজতবা দানিশ এবং রংপুর ব্যুরো প্রধান রতন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এবং পরিচালনা করেন সোময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক ফোরাম ফেরদৌস হাসান, প্রেস ক্লাব বাবু ইসলামের নির্বাহী সদস্য ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ দিলীপ গৌর, এশিয়ান টিভি জিন্নাহ ফারুকের স্টাফ রিপোর্টার, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এস এ টিভি রহমত আলীর সিরাজগঞ্জ প্রতিনিধি, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি সিরাজগঞ্জ। সুজন সরকার, দৈনিক খোলা কাগোজ সংবাদদাতা এইচ এম আলমগীর কবির, দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, দৈনিক গণমানুশের আওয়াজ জেলা প্রতিনিধি হুমায়ুক কবির সুমন, এসএম আলীরাজ হোসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি, রিপোর্টার বাংলা টিভি,দৈনিক শেয়ার বিজ জেলা প্রতিনিধি আদিত্য রাসেল এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া মিডিয়া কর্মী।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ করতে হবে, যেভাবে পুলিশ সোমোয় টিভি, মুজতবা দানিশের সংবাদ নোঙ্গরকে হয়রানি করছে, ডিজিটাল নিরাপত্তা আইনের এই ক্ষেত্রে খুবই লজ্জাজনক ও নিন্দনীয়। উপস্থিত সবাই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও, বক্তারা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন।