অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধি।
১৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া র্যাব অফিসারকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে, ফ্রেমে বাধাই করা র্যাবের ০৩টি,ছবি, র্যাব ইউনিফর্ম ১সেট, একটি মোবাইল,একটি হাতঘড়িসহ নগদ ১৯,০০০ টাকা জব্দ করা হয়।
আকটকৃত প্রতারক চুনারুঘাট উপজেলার আমতলা মৃত আনোয়ার মিয়ার পুত্র শেখ কামাল হোসাইন (৪২) এই প্রতারক দীর্ঘদিন ধরে, র্যাবের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মহল হতে টাকা আত্বসাৎ সহ বিভিন্ন রকম থেকে প্রতারনা করে আসছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে পেনাল কোড আইন; ১৮৬০ এর ১৭০/৪০৬/৫০৬ ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।