নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার
২২ ডিসেম্বর বুধবার নড়াইল ডিবি পুলিশের নিয়মিত অভিযান চলাকালীন সময়ে আনুমানিক রাত ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদ আসে লোহাগড়া থানাধীন নোয়াগ্ৰাম এলাকায় মোঃ নাজমুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় চলছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) জনাব সুকান্ত সাহা এর তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুস সালাম এ এস আই মোঃ বিপ্লব শেখ, কনস্টেবল মোঃ মিন্টু নন্দী, শিবলী, ইব্রাহিম, হাসিবুর সহ নোয়াগ্রামে এলাকায় অভিযানপরিচালনা করে
নড়াইল লোহাগড়া থানার
পিতা মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩১) কে গ্রেফতার করে
তার ঘরের মধ্যে হতে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে এক কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়
মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করিয়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।