সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

বিকাশ ব্যবসায়ি থেকে ১০ লক্ষ টাকা নিয়ে  উধাও প্রতারক রুবেল কান্তি দে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৩১ বার পঠিত
বিকাশ ব্যবসায়ি থেকে ১০ লক্ষ টাকা নিয়ে  উধাও প্রতারক রুবেল কান্তি দে।
মহেশখালী উপজেলা প্রতিনিধি:
নামঃরুবেল কান্তি দে
পিতা:হারাধন কান্তি দে
গ্রাম:ঠাকুরতলা ছোট মহেশখালী,মহেশখালী কক্সবাজার।
রুবেল কান্তি দে একজন প্রতারক বিকাশ দোকানদার। তিনি টেলিকম বা বিকাশ ব্যবসায়  থেকে  ১০ লক্ষ টাকার অধিক  হাতিয়ে নিয়ে পলাতক রয়েছেন। এর আগে ও অসংখ্য বার নিরহ মানুষের সাথে  প্রতারণা করে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ পাও যাচ্ছে ।এই বার বিশাল টাকা  হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে।তাহার বিরুদ্ধে মহেশখালী থানায় ভোক্তা ভোগীরা অভিযোগ করছেন।যদি কোন ব্যক্তি তাহার সন্ধান দিতে পারে তাকে ৫০০০০ হাজার টাকা পুরস্কাকৃত করা হবে। অনুগ্রহ করে তাহার সন্ধ্যান পেলে
01568237313
নাম্বারে যোগাযোগ করুন।
বি দ্রঃ  যদি কোন ব্যক্তি তাকে ধরিয়ে দিতে পারে তাহলে তাকে ৫০০০০ টাকা পুরষ্কার দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..