প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল কাদের ওরফে রমজান মাষ্টার আর নেই,
মোঃ মিজানুর রহমানঃ নেত্রকোনা জেলায় পূর্বধলা থানার ১০ নং নারান্দিয়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে অবস্থিত খসখসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন জনাব আব্দুল কাদের ওরফে রমজান মাষ্টার।এলাকা এলাকার মানুষ নিয়ে খুব চিন্তা করতেন,কিভাবে এলাকার উন্নয়ন করা যায় সে হিসাবে খসখসিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হিসাবে দায়িত্ব তুলে নিয়ে নিরলস ভাবে কাজ করেছেন।নিজ হাতে দায়িত্ব নিয়ে ছোট ছোট বাচ্চা গুলোকে মানুষের মত মানুষ করার কারিগরের কাজ টা করেছেন।
সবাই কে কাদিয়ে চির বিদায় নিয়েছেন অদ্য ১৭.১২.২০২১ খ্রি. তারিখ রোজ শুক্রবার রাত ০২ ঘটিকায় ইন্তেকাল করেছেন।খসখসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় স্যারের অবদান অপরিসীম।এলাকায় শিক্ষার আলো বাড়ানোর জন্য স্যারের কষ্ট ত্যাগ অপরিসীম।তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন।তিনি ছিলেন আমাদের এলাকার বাতিঘর।যুগ যুগ ধরে তাহার আলোয় আলোকিত হবে আমাদের এলাকা।এলাকার ছাত্র সমাজ স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোঃ মিজানুর রহমান
মোবাঃ