টঙ্গীর শীর্ষ সন্ত্রাসীসহ ৩ ছিনতাইকারী ও ১ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
গত সোমবার গভীর রাতে টঙ্গীর আরিচপুর, দত্তপাড়া ও এরশাদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী মো. সোলাইমান, আদনান খলিফা, গেইল (২১)সহ চিহ্নিত গাঁজা ব্যবসায়ী রবিউল ইসলাম শান্তি (৫০) কে ৪ কেজি গাঁজা এবং ৩ ছিনতাইকারী কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার এস আই হুমায়ুন কবিরসহ একদল পুলিশ। তাদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা হয়েছে।
এস আই হুমায়ুন কবির জানান, ডিসি দক্ষিন স্যারের সার্বিক দিক নির্দেশনায় এডিসি দক্ষিন এবং সিনিয়র এসি টঙ্গী সার্কেলসহ টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ স্যারের সার্বিক তত্বাবধানে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কর্তব্যরত থাকা অবস্থায় সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের প্রধান সদস্য এবং হত্যা মামলার পলাতক আসামী কুমিল্লা জেলার বরুড়া থানার দেওড়াবাজার গ্রামের শফিউল্লাহ, আমজাদ আলী হোসেনের ছেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাইবাজার এলাকার বাসিন্দা পলাতক মো. সোলাইমান, আদনান খলিফা, গেইলকে গ্রেফতার করি।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া দত্তপাড়াস্থ নীলাচল অফিসের সামনে জনৈক মিজানুর রহমান ব্যবসায়ী বাসায় ফেরার পথে এলাকার চিহ্নিত ছিনতাইকারী এরশাদনগর ৪ নং ব্লকের জাকির হোসেনের ছেলে স্বাধীন (১৮)এরশাদ নগর ২ নং ব্লকের বাসিন্দা সেন্টু মিয়ার ছেলে মো. রাজিব, ৪নং ব্লকের তাইজুল ইসলঅমের ছেলে বাপ্পারাজ, বাপ্পা (২০) এবং ২ নং ব্লকের বাসিন্দা আব্দুল মতিন, মতির ছেলে অনন্ত (১৮) মিলে অস্ত্রেও মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এঘটনার খবর পেয়ে এস আই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবং আশপাশে অভিযান চালিয়ে নগদ ৭০ হাজার টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্ত দৌড়ে পালিয়ে যায়।
অপরদিকে এরশাদনগর ৫ নং ব্লকের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম শান্তিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ স্থানীয় হিজড়া সিদ্দিকের বাড়ি থেকে গ্রেফতার করেন কিলো-৭ এ কর্তব্যরত এস আই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
এব্যাপাওে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. জাবেদ মাসুদ গ্রেফতার এবং মাদক উদ্ধারে বিষয়টি স্বীকার করে বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।